২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে দূতাবাস খুলছে আর্জেন্টিনা
আসন্ন ফেব্রুয়ারিতেই বাংলাদেশে দূতাবাস খুলতে চলেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ভারতে আর্জেন্টিনার দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর এ তথ্য জানিয়েছেন।
ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি প্রথম আলোকে বলেন, আজ সোমবার (৩০ জানুয়ারি) তার নেতৃত্বে আর্জেন্টিনার একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো তিন দিনের সফরে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন। পরের দিন ২৭ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করবেন।
সফরকালে তিনি দূতাবাস উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার ফুটবল দলের অসংখ্য ভক্ত। সম্প্রতি কাতারে শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা আর্জেন্টিনাকে তো বটেই, সারা বিশ্বের নজর কেড়েছে।
ডিসেম্বরে আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান। জবাবে দেশটির প্রেসিডেন্ট আলবার্তোও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ফিরতি চিঠি দেন।
চিঠিতে প্রেসিডেন্ট আলবার্তো বলেন, তার বিশ্বাস ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবে।