সাফের সাফল্যে বাংলাদেশকে অভিনন্দন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যকার সম্পর্ক এখন সুমধুর। ফুটবল বিশ্বকাপের বদৌলতে যে বন্ধন তৈরি হয়েছে, সেটিকে যেন দিন দিন নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে দুই দেশের মানুষ।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রমাণ দেখা গেছে। এবার বাংলাদেশ ফুটবল দলকেও তাদের অর্জনে অভিনন্দন জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে এবার সেমি-ফাইনাল খেলেছে বাংলাদেশ। অল্পের জন্য ফাইনালে ওঠা হয়নি। তবে এতেই সন্তুষ্ট সবাই।
১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
পোস্টটিতে এএফএ লিখেছে, 'অদম্য শক্তি ও উন্নতির ধারাবাহিকতা বজায় রেখে ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩–এর সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকুক, এই প্রত্যাশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।'