ঢাকা বাণিজ্য মেলায় ৩ কোটি ডলার মূল্যের রপ্তানি আদেশ
মঙ্গলবার (৩১ জানুয়ারি) শেষ হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা; এবারের মেলায় ৩০.৩৮ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বরাত দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর পূর্বাচলে মেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "এবারের মেলায় প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। মেলায় দর্শনার্থী এসেছে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ; এই সংখ্যা আগের বছরের তুলনায় অনেক বেশি।"
ইপিবি সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, আগের বারের মেলায় মাত্র ৪০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল এবং ১৬ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ এসেছিল।
"পূর্বাচলে মেলা দ্বিতীয়বারের মতো সফল হয়েছে, যদিও অনেকেই মেলার অবস্থান নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে ভালো পরিবহন ব্যবস্থার বন্দবস্ত করে আমরা সেই চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছি," বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, গত বছর দর্শনার্থীরা মেলায় যাতায়াত নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছিল। কিন্তু এবার উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সেই সমস্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
"একদিন পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলকে সংযুক্তকারী দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন। এটি সম্পূর্ণ হলে, ছয় লেনের মহাসড়কের সাথে পাতাল রেল বাণিজ্যিক এই মেলাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে," বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত বাণিজ্য সচিব মোঃ হাফিজুর রহমান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
এদিকে, মেলাকে সফল করতে অবদান রাখায় ১৪ ক্যাটাগরিতে মোট ৪৭টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
বাণিজ্য মেলার ২৭তম আসরে প্রায় ৩৩১টি দেশি-বিদেশি স্টল এবং প্যাভিলিয়ন অংশ নিয়েছিল; এই সংখ্যা আগের বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে মেলা প্রাঙ্গণ- বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র পর্যন্ত বিআরটিসি বাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছিল।
শেষ দিনের মেলা ছিল জমজমাট। বেচাকেনা করে খুশি ব্যবসায়ীরাও। অনেকেই আশা করেছিলেন, মেলার সময় আরও সপ্তাহখানেক বাড়ানো হতে পারে, তবে তা হয়নি। নির্ধারিত সময়েই শেষ হয়েছে মেলা।
"দর্শনার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ায় আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। শুধু আমাদের নতুন পণ্যের প্রচারে আমরা এখানে এসেছি," ওয়ালটন প্যাভিলিয়নের দায়িত্বে থাকা তানভীর হোসেন টিবিএসকে এ কথা বলেন।
হাতিল ফার্নিচারের সিনিয়র অফিসার শাখাওয়াত হোসেন জানান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিক্রি হয়েছে। "আমরা আমাদের নতুন আসবাবপত্র প্রদর্শন করেছি; অনেক গ্রাহক অর্ডার করেছেন।"
১৯৯৫ সালে প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। ২০২২ সালে পরিবর্তন করা হয় ঢাকা বাণিজ্য মেলার স্থান; আগারগাঁও এলাকা থেকে পূর্বাচলে স্থানান্তর করা হয় মেলা।