৫০টি তালগাছ ধ্বংসের চেষ্টা: আওয়ামী লীগ নেতাকে আদালত প্রাঙ্গণে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকার নির্দেশ হাইকোর্টের
রাজশাহীর বাগমারা উপজেলায় কীটনাশক দিয়ে ৫০টি তালগাছ ধ্বংসের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলমকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামির বক্তব্য শুনে এ আদেশ দেন।
গত ১ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রাজশাহীর বাগমারা উপজেলার একটি সরকারি সড়কের পাশে লাগানো তালগাছ ধ্বংসের চেষ্টায় জড়িত ছিলেন সুভোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আলম।
এ ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত শাহরিয়ার আলমকে রোববার সকালে হাজির হওয়ার জন্য তলব করে।
রোববার এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাগমারার উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
এদিন শুনানির সময় উপজেলা কৃষি কর্মকর্তা গাছের বর্তমান অবস্থার ছবিসহ তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন।
তবে শুনানির সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেননি আসামি শাহরিয়ার আলম। এরপর আদালত তাকে সামান্য শাস্তি হিসেবে সন্ধ্যা পর্যন্ত আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন।
রোববারের শুনানিতে জাতীয় দৈনিক প্রথম আলোর বাগমারা প্রতিনিধিকে তালগাছের খবর সংক্রান্ত কথোপকথনের রেকর্ড ও অন্যান্য প্রমাণাদিসহ পরবর্তী শুনানিতে (২৩ ফেব্রুয়ারি) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
পাশাপাশি, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওইদিন আদালতে হাজির হয়ে এ বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলা হয়েছে।
আসামি শাহরিয়ার আলমকে ২৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে হাজির হওয়ার আগে অন্তত দুটি তালগাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে।