বিস্ফোরণগুলোর কারণ অনুসন্ধানে স্থানীয় বিশেষজ্ঞরাই যথেষ্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিগত কয়েক দিনে ঢাকা ও চট্টগ্রামে হওয়া মারাত্মক বিস্ফোরণগুলোর কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের স্থানীয় বিশেষজ্ঞদের যথেষ্ট দক্ষতা রয়েছে।
বুধবার (৮ মার্চ) গুলিস্তানের বিস্ফোরণস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ঘটনার কারণ উদঘাটনের জন্য আমাদের নিজস্ব বিশেষজ্ঞরা আছেন। যদি তারা ব্যর্থ হন, আমরা বিদেশ থেকে বিশেষজ্ঞ নিয়ে আসতে পারি। কিন্তু, সেটার প্রয়োজন হবে না'।
তদন্তের ফলাফলে কোনোপ্রকার বিতর্কের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, 'কেন অনুসন্ধানের ফলাফল পক্ষপাতমূলক হবে সেটা আমাদের বোধগম্য হচ্ছে না'।
তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান আশ্বাস দেন যে, তদন্ত শেষ হওয়া মাত্রই তা প্রকাশ করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে গুলিস্তানে চলমান উদ্ধার তৎপরতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, যথাযথ বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণ করা হয়েছে কিনা- তা নিশ্চিত করার দায়িত্ব রাজউক ও সিটি কর্পোরেশনের।
'এখন তারা কীভাবে সেটা করেছে তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। এটা দুর্ঘটনা নাকি নাশকতা একমাত্র তদন্ত শেষেই তা বলা যাবে' - যোগ করেন সাবেক মেয়র।