টাঙ্গুয়ার হাওরে শিকারিদের বিষটোপে মারা যাচ্ছে থেকে যাওয়া অতিথি পাখি
পাখি শিকারিদের বিষটোপ ব্যবহারের কারণে সিলেটের টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্থানে অতিথি পাখি মারা যাচ্ছে। গত এক সপ্তাহে প্রায় শতাধিক অতিথি পাখি বিষক্রিয়ায় মারা গেছে।
হাওরের বেরবেরিয়া, রউয়া ও লেচুয়ামারা বিলে এসব পাখি মারা যাচ্ছে। শিকারিদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা খোঁজ নিয়ে শিকারিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কথা জানান। 'বিষ দিয়ে পাখি শিকারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে,' বলেন তিনি।
মৃত পাখিগুলো বাড়ি নিয়ে যাচ্ছেন হাওর পাড়ের মানুষেরা। স্থানীয় বাঙ্গালভিটা গ্রামের বাসিন্দা অজিত হাজং বলেন, গতকাল বেরবেরিয়া বিলে অতিথি পাখি মরে ভাসতে দেখে গ্রামের কয়েকটা শিশু সেগুলো নিয়ে এসেছে।
হাওরপাড়ের ইন্দ্রপুর গ্রামের হাঁসের খামারী কামরুল হাসান বলেন, 'পাখি শিকারিদের বিষ খেয়ে কিছুদিন আগে আমার শতাধিক হাঁস মারা গেছে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে তারা আরও পাখি মারবে।'
মিঠা পানির মাছ আর অতিথি পাখি রক্ষার জন্য বর্তমান পদ্ধতির আমূল পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জয়নাল আবেদীন কলেজের অধ্যাপক আলী মর্তুজা বলেন, 'পাখি শিকারিদের ছিটানো বিষে অতিথি পাখি ও খামারিদের হাঁস মরে যাওয়া টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনায় ব্যর্থতার বড় নজির হয়ে থাকল।'
হাওর ও পরিবেশ নিয়ে কাজ করেন টাঙ্গুয়ার হাওরপাড়ের বাসিন্দা আহমেদ কবির। তিনি বলেন, এভাবে বিষটোপের ব্যবহার চললে হাওরে পাখি আসা কমে যাবে। পাখিশূন্য হয়ে যাবে টাঙ্গুয়ার হাওর।