কলকাতা স্টেশনে চালু হলো বাংলাদেশ ভিসা তথ্য কেন্দ্র
ভারতের কলকাতা স্টেশনে চালু করা হলো বাংলাদেশ ভিসা তথ্য কেন্দ্র। সোমবার (১৩ মার্চ) কেন্দ্রটির উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আন্দালিব ইলিয়াস এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কলকাতা থেকে রেলপথে বাংলাদেশে যাওয়ার একমাত্র পথ এই কলকাতা স্টেশন। কারণ এখান থেকেই চলাচল করে কলকাতা-ঢাকা 'মৈত্রী এক্সপ্রেস' এবং কলকাতা-খুলনা 'বন্ধন এক্সপ্রেস'। সে কারণে এই স্টেশনের গুরুত্ব অনেক বেশি। ব্যবসা, পর্যটন বা ব্যক্তিগত প্রয়োজনে বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক, এমন ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন ও ভিসা পাওয়ার কাজটি সহজ করে তোলার লক্ষ্যে এই তথ্য কেন্দ্রটি চালু করা হয়েছে। এমনকি এখানে একটি বৈদেশি মুদ্রা বিনিময় কেন্দ্রও চালু করার পরিকল্পনা রয়েছে।
আন্দালিব ইলিয়াস বলেন, যেহেতু প্রতিবছরই বাংলাদেশে ভ্রমণে ইচ্ছুক ভারতীয়দের সংখ্যা বাড়ছে, তাই তাদেরকে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এই তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। কলকাতা থেকে ভারতীয়দের জন্য প্রতিদিন প্রায় ৮০০ ভিসা ইস্যু করা হয়; দেখা যায় প্রতি মাসে ২০ হাজারেরও বেশি ভিসা দিতে হয়, অর্থাৎ বছরে প্রায় ১ লাখ ৩০ হাজারের মতো ভিসা দিতে হচ্ছে।