বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ অর্থায়নে আগ্রহী রাশিয়া
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ প্রকল্প অর্থায়নের বিষয়ে গুরুত্ব দিচ্ছে রাশিয়া। এ ঋণ প্রক্রিয়া দ্রুত সময়ে শেষ করবে বলে জানিয়েছে দেশটি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সিইও শাহজাহান মাহমুদ।
বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত রাশিয়া-বাংলাদেশ আন্তঃসরকার কমিশনের চতুর্থ অধিবেশনের তিনদিন ব্যাপী সভায় এ কথা জানান রাশিয়ান প্রতিনিধিরা।
সূত্রমতে, এই প্রকল্পে রাশিয়ার কাছে ৩৫৫ মিলিয়ন ডলার (৩৪ কোটি ৫০ লাখ ডলার) ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনদিন ব্যাপী কমিশন সভার শেষ দিনে বুধবার বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইআরডির সচিব শরিফা খান এবং রাশিয়ার পক্ষে নেতৃত্ব দেন রাশিয়ান ফেডারেশনের ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।
চতুর্থ কমিশন সভায় এলএনজি রপ্তানি, ঘোড়াশাল ইউনিট-এক, দুই এবং সিদ্ধিরগঞ্জ বিদুৎকেন্দ্র আধুনিকায়নের প্রস্তাব দিয়েছে রাশিয়া। এছাড়া স্থল ও সমুদ্রে সাড়ে চার হাজার থেকে ছয় হাজার মিটার গভীরতায় কূপ খনন করে গ্যাস ও তেলের অনুসন্ধানের প্রস্তাব দিয়েছে।।
এছাড়া দুই দেশের মধ্যে ব্যাংকিং লেনদেন সহজতর করা নিয়েও আলোচনা হয়েছে।
তিনদিন মেয়াদী কমিশনের সভায় দক্ষতার উন্নয়ন, কৃষি, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, মৎস্য, রেলপথ, আইসিটি এবং বৃহত্তর সংযোগ, বিশেষ করে জনগণ থেকে জনগণের মধ্যে যোগাযোগের বিষয়েও আলোচনা হয়।
ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া ও বাংলাদেশ উভয় পক্ষ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র অন্বেষণ করেছে এবং পারস্পরিক সুবিধা অর্জনের জন্য অর্থপূর্ণ সহযোগিতায় সম্মত হয়েছে।
ইআরডির কর্মকর্তারা জানান, সভায় কোনো বিষয়ে চূড়ান্ত সিন্ধান্ত হয়নি।
রাশিয়া-বাংলাদেশ কমিশন সভায় কেবল বিস্তারিত আলোচনা হয়। এরপর দ্বি-পাক্তিক আলোচনায় বিষয়গুলো চূড়ান্ত হবে।
তাছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বা বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ।
ইআরডি ছাড়াও অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণলায়, আইসিটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, কৃষি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন কমিশন সভায়।