ড্রেজার সরবরাহে ভ্যাট থেকে অব্যাহতি পেল কর্ণফুলী শিপ বিল্ডার্স
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে চারটি ড্রেজার সরবরাহ করার পর ডলারের বিপরীতে টাকায় পেমেন্ট পাওয়ায় তা আইন অনুযায়ী ভ্যাট অব্যাহতি সুবিধা পাওয়ার কথা নয়। তবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ-এর অনুরোধের প্রেক্ষিতে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে ভ্যাট অব্যাহতির সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিআইডব্লিউটিএ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে চারটি সাকশন ড্রেজার ক্রয় করে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ক্রয় করায় কর্ণফুলী শিপ বিল্ডার্সের জন্য তা প্রচ্ছন্ন রপ্তানি, যার জন্য ভ্যাট প্রযোজ্য হবে না। তবে এর অর্থ পরিশাধ হতে হবে বৈদেশিক মুদ্রায়।
কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ডলারে অর্থ পরিশোধ করতে পারছে না বিআইডব্লিউটিএ। এ অবস্থায় প্রতিষ্ঠানটি টাকায় অর্থ পরিশোধ করলেও তা 'ডিমড এক্সপোর্ট' হিসেবে গণ্য করার জন্য এনবিআরকে অনুরোধ জানায়, যাতে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ভ্যাট আরোপ হতো না।
গত ১৪ মার্চ এ সংক্রান্ত একটি বিশেষ আদেশে এনবিআর জানিয়েছে, বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধ না হলে ডিমড এক্সপোর্ট হিসেবে গণ্য করার সুযোগ নেই। তবে টাকায় মূল্য পরিশোধ করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনাপত্তি সনদ গ্রহণ করার শর্তে আলোচ্য চারটি ড্রেজারের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।
এনবিআরের ভ্যাট উইংয়ের একজন সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রতিষ্ঠানটি (কর্ণফুলী শিপ বিল্ডার্স) ডলারে পেমেন্ট পেলে তা প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে ভ্যাট দিতে হতো না। এখন বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে যেহেতু বিআইডব্লিউটিএ টাকায় পরিশোধ করছে, ফলে তা প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে বিবেচনা করে ভ্যাট অব্যাহতি দিতে আইনের সঙ্গে সাংঘর্ষিক হতো।"
"এজন্য কেবল ওই ক্রয়ের জন্য ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে", বলেন তিনি।