আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি গ্রহণ করেছে ইন্টারপোল: আইজিপি
সাম্প্রতিক সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশের পাঠানো চিঠি ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, 'আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে, তার যে নামে আমরা চার্জশিট দিয়েছি, সে নামে তার বিরুদ্ধে একটি রেড নোটিশ জারির জন্য আমরা যে চিঠি দিয়েছি, এটা বোধহয় ইন্টারপোল গ্রহণ করেছে।'
আইজিপি বলেন, আরাভ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি-না সেটিও তদন্ত করে দেখা হবে।
এসবির পরিদর্শক মামুন হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলাম। হত্যা মামলার অভিযোগ নিয়েই বাংলাদেশ থেকে পালিয়ে দুবাইয়ে পাড়ি জমান। বর্তমানে ভারতীয় নাগরিক পরিচয়ে আরাভ খান নাম নিয়ে বিপুল টাকার মালিক তিনি। দুবাইয়ে 'আরাভ জুয়েলার্স' নামে তার গোল্ড শোরুমের উদ্বোধন নিয়ে আলোচনায় আসেন তিনি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই আরাভ আর কেউ নন-ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম, যিনি ভারতীয় পাসপোর্টে দুবাই গেছেন। রবিউলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেছে ৯টি। মামলার সংখ্যা আরও বেশি। আরাভ একাধিক বিয়েও করেছেন।
এছাড়াও চিত্রনায়িকা মাহিয়া মাহির ইস্যুতে আইজিপি আজ বলেন, 'তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।'
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা দেশের জন্য হুমকি কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পগুলো দেশের বাইরের কোনো অংশ নয়। ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি পুলিশের নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং আসামিদের দেশের প্রচলিত আইনে বিচার করছে।'