বিমানের মেইল সার্ভারে র্যানসমওয়্যারের হানা, তদন্ত কমিটি গঠন
র্যানসমওয়্যারের আক্রমণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মেইল সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী।
"সার্ভার ডাউনের বিষয়ে ইতিমধ্যে আমি বিমানের এমডির সাথে কথা বলেছি। এটা নিয়ে কাজ হচ্ছে," বুধবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কোনো তথ্য চুরি হয়েছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, "এরকম কিছু এ পর্যন্ত হয়নি। আমি কথা বলেছি।"
বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর হঠাৎ করে এরকম একটা ঘটনার পরে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, "এটা দেখার জন্য তদন্ত কমিটি হয়েছে। আমরা এ ব্যাপারে সচেতন আছি। ভবিষ্যতে যাতে না ঘটে আমরা সেটা নিয়ে কাজ করব।"
গত ১৭ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মেইল সার্ভারে র্যানসমওয়্যারের আক্রমণের ঘটনা ঘটে।
হামলার পর সংস্থাটির সার্ভার ডাউন হয়ে যায় এবং অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাহত হয়। ঘটনার পাঁচ দিন পেরোলেও এয়ারলাইনসটি এখনও তার সার্ভার পুনরুদ্ধার করতে পারেনি।
তবে সার্ভার হ্যাকের জন্য বিমান বংলাদেশের ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি।
উল্লেখ্য, র্যানসমওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার ভাইরাস। এটি ডিভাইসকে আক্রমণ করে এর হার্ড ড্রাইভে থাকা সবগুলো ফাইল লক করে দেয়। সে সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা গ্রাহকের কাছে 'র্যানসম' বা মুক্তিপণ দাবি করে।