বিমানবন্দর সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
রাজধানীর কুড়িল এলাকায় বালু বোঝাই ট্রাক উল্টে যাওয়ায় বুধবার (২৯ মার্চ) সকাল থেকে বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই এলাকায় যাত্রীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিরক্তি প্রকাশ করে পোস্ট দিয়েছেন। এক যাত্রী লিখেছেন, "নিকুঞ্জের পাশে এয়ারপোর্ট রোড একেবারে ডেড লক... আধা ঘণ্টায় গাড়ি একদম নড়েনি।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশানের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কুড়িল এলাকায় একটি বালুবোঝাই ট্রাক উল্টে গেছে। ট্রাকটি রাস্তা থেকে সরাতে কিছুটা সময় লেগেছে, তাই বনানী দিকে যেতে গাড়ি ধীর গতিতে চলছে।"
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।