৩১ মার্চ থেকে শুক্রবার রাত ১১টা-ভোর ৬টা পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে বিমানবন্দর সড়কে
আগামী ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৭ ঘণ্টা বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল সীমিত থাকবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেতু নির্মাণের সুবিধার্থে বিমানবন্দর সড়ক ব্যবহারের দরকার হবে। তাই পর্যাপ্ত সময় নিয়ে বের হতে যাত্রীদের অনুরোধ জানিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তৃতীয় টার্মিনাল নির্মাণে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।
মঙ্গলবার (২৮ মার্চ) জারি করা গণবিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) বরাত দেয়া হয়েছে। তবে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ঠিকাদার প্রতিষ্ঠানের নেই বলে দাবি করেছেন আরএইচডি'র একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
যদিও সিভিল এভিয়েশন এবং আরএইচডির কর্মকর্তারা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের পরিচালক একেএম মাকসুদুল ইসলাম। রাস্তাটি পুরোপুরি বন্ধ না হওয়ায় জরুরী প্রয়োজনে যাত্রীরা চলাচল করতে পারবেন বলেও তিনি জানিয়েছেন।
এডিসির নোটিশে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ রইল।
এ বিষয়ে জানতে চাইলে একেএম মাকসুদুল ইসলাম বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাত্রী সাধারণের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে রাতের বেলায় কাজটি করা হচ্ছে।
তিনি আরও বলেন, সেতু নির্মাণের সময় রাস্তাটি পুরোপুরি বন্ধ না হলেও অনেক সরু হয়ে যাবে। জরুরী যাত্রীদের সম্ভাব্য যানজটের বিষয়ে অবহিত করতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সড়ক বন্ধ করার বিষয়ে আরএইচডি থেকে কোন সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন আরএইচডি'র ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান।
তিনি বলেন, "ঠিকাদার কোম্পানীর এই বিজ্ঞপ্তির সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। সড়ক বন্ধ রাখার কোন সিদ্ধান্ত তারা নিতে পারে না। সড়ক বন্ধ রাখার দরকার হলে সড়ক বিভাগ সিদ্ধান্ত নেবে। এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য সিভিল এভিয়েশন রয়েছে।"
তিনি আরও বলেন, সড়ক বন্ধ করার নোটিশ জারি করে এর নিচে আরএইচডির নাম জুড়ে দেয়া এক ধরনের ঔদ্ধত্য। দ্রুতই এই কোম্পানির সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।