তীব্র যানজট: বিমানবন্দর সড়কে যাত্রীদের নিত্য দুর্ভোগ
হাজী ক্যাম্প এলাকা থেকে রাজধানীর মগবাজারে কাজে যেতে বিমানবন্দর মোড় হয়ে যাওয়া-আসা করেন আশরাফুল আলম হান্নান। এক সময়ের মসৃণ এই যাত্রা এখন নিত্যদিনের অগ্নিপরীক্ষায় পরিণত হয়েছে।
দীর্ঘশ্বাস ফেলে হান্নান বললেন, "এই রাস্তা দিয়ে যাওয়া এখন দুঃস্বপ্নের মত। মেট্রোরেলের নির্মাণ কাজের কারণে এই এলাকা দিয়ে যাতায়ত কঠিন হয়ে উঠেছে; অসহনীয় যানজট সহ্য করতে হয় প্রতিদিন।"
হান্নান জানান, রাস্তার বাম পাশে ৪-৫ ফুট জায়গাজুড়ে নির্মাণকাজ চলছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে যানজট সৃষ্টি হচ্ছে অনেক বেশি।
বিমানবন্দর সড়কের হাজী ক্যাম্প ও কাওলা পয়েন্টে ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পের কাজ চলায় এ এলাকা থেকে বাড্ডা-রামপুরা বা মহাখালীমুখী সড়কে তীব্র যানজটের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
উত্তরা থেকে বিমানবন্দর মোড় পার হতেই এখন ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগছে বলে অভিযোগ করেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরার এক বাসিন্দা বলেন, মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজের কারণে বিমানবন্দর ক্রসিংয়েই আধা ঘণ্টা পার হয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর ট্রাফিক জোনের সহকারী কমিশনার সাখওয়াত হোসেন সেন্টু টিবিএসকে বলেন, "কাওলা পয়েন্টে মেট্রো প্রকল্পের নির্মাণকাজ চলায় যাত্রীদের বিমানবন্দর মোড়ে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। আমরা এ যানজট কমানোর চেষ্টা করছি।"
এদিকে, বনানী কবরস্থান ও কাকলী মোড়ের দুটি ক্রসিং পুনরায় চালু করায় খিলক্ষেত-মহাখালী সড়কের উভয় পাশে যানজট বেড়েছে বলে জানান যাত্রীরা।
বনানী এলাকার ব্যবসায়ী ও মিরপুরের বাসিন্দা মুহাম্মদ কাদের হেলাল জানান, কাকলী ও বনানী কবরস্থান পয়েন্টের ইউ-টার্ন দুটি চালু হওয়ায় আগের চেয়ে আরও বেশি যানজট তৈরি হয় এখন।
তিনি বলেন, "কর্তৃপক্ষ যখন আর্মি স্টেডিয়াম থেকে মহাখালী পর্যন্ত সব মোড় বন্ধ করে দিয়েছিল, তখন যানজট অনেকটাই কম ছিল; এখন আবারও বেড়েছে।"
মেট্রোরেলের নির্মাণকাজ চলায় বাড্ডা-রামপুরা সড়কের এক লেন ব্যবহার করে চলছে যানবাহনগুলো। ফলে গত কয়েক সপ্তাহ ধরেই এই সড়কে যানজট বেড়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রাকিব হাসান টিবিএসকে বলেন, "চলমান মেট্রোরেলের নির্মাণকাজের কারণে বাড্ডা-রামপুরা সড়কের একটি লেন আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় যানজট বেড়ে গেছে।"
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আল-আমিন হক জানান, গত কয়েক মাস ধরে নর্দা থেকে কুড়িল পর্যন্ত তীব্র যানজটের শিকার হচ্ছেন তারা।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ জানান, "অন্য কোনো ডাইভারশন কিংবা এসব রুটে যানজট কমানোর জন্য অন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় কি-না, বিষয়টি আমরা দেখছি।"