বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আহত ৩৬
বঙ্গবাজারের অগ্নিকাণ্ড: দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আহত ৩৬
টিবিএস রিপোর্ট
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে এপর্যন্ত জানা গেছে।
আহতের মধ্যে রয়েছেন – পাঁচ দমকল কর্মী, পুলিশের একজন উপ-পরিদর্শক এবং র্যাবের একজন উপ-পরিদর্শক – যারা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে (ঢামেক) চিকিৎসা গ্রহণ করছেন।
ঢামেক এর র্যাপিড রিসপন্স টিমের সদস্য মোহাম্মদ রাসেল জানান, এদের মধ্যে র্যাব-২ এর উপ-পরিদর্শক মেহেদি করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। অন্য চারজন রয়েছেন সাধারণ ওয়ার্ডে। আহত দুজন দমকল কর্মীর নাম জানা গেছে, এরা হলেন- মো. আতিকুর রহমান রাজন (৩৫) এবং মরবিউল ইসলাল অন্তর (৩৮)।
তিনি আরো জানান, বঙ্গবাজারের দোকানদার ও পথচারীসহ অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
মেহেদি নামের আরেকজন দমকলকর্মী শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জরুরি বিভাগের সিনিয়র নার্স শম্পা বৈদ্য।
এছাড়া, সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরো ১৮ জন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ভোর ৬টায় আগুনের সূত্রপাত হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
জানা যায়, পাশের এনেক্সকো টাওয়ার থেকে দমকল কর্মীরা অগ্নিনির্বাপনের কাজ করছিলেন, কিন্তু সেখানেও দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তারা আটকা পড়েন। পরে অন্যান্য ইউনিটগুলো তাদের উদ্ধার করে।
অ্যানেক্সকো টাওয়ারের পাশে পুলিশ সদর দপ্তরের একটি অংশেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বঙ্গবাজারের আগুন নেভাতে ঢাকার সকল ইউনিটকে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টায় যোগ দিতে বলেন কর্তৃপক্ষ। এই তৎপরতায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর কয়েকটি টিমও অংশ নেয়।
এপর্যন্ত কারো নিহতের খবর পাওয়া যায়নি, কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে, এতে আগুন নেভানোর প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। আগুনে ২০০ তৈরি পোশাকের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।