'আমি তো এখন সবদিক থেকেই নিঃস্ব হয়ে গেছি'
মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়লেন বঙ্গবাজার মার্কেটর আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ব্যবসায়ী বায়েজিদ ইসলাম।
একসময় কয়েক হাজার টাকা বেতনে বঙ্গবাজার মার্কেটে শ্রমিক হিসেবে বিক্রমপুর থেকে এসে কাজ শুরু করেন বায়েজিদ।
টানা ৯ বছর শ্রমিক হিসেবে কাজ করার পর আত্নীয়স্বজন ও নিজের সারাজীবনে জমানো টাকা দিয়ে ৪ বছর আগে একটি দোকান নেন বায়েজিদ ইসলাম।
বায়েজিদ বলেন, "আমার সব শেষ ভাই, ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
তিনি আরো বলেন" ২ লাখ টাকা ক্যাশ ছিল দোকানের ভেতর। বিভিন্ন মহাজনের কাছে আমার ৫-৬ লাখ টাকার ঋণ আছে, এখন আমি তো পথের ভিখারি হয়ে গেছি ভাই।"
বায়েজিদ বলেন, তার দোকানের নাম মদিনা গার্মেন্টস।
"গেঞ্জি ও টিশার্টের দোকান ছিল আমার। এ ব্যবসা শুরু করি নিজের পরিবারের ও আত্নীয়স্বজনের থেকে ধারদেনা করে ! আমি তো এখন সবদিক থেকেই নিঃস্ব হয়ে গেছি।"
রাজধানীর বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ আগুন এরইমধ্যে এনেক্সকো টাওয়ার ও পুলিশ সদর দপ্তরসহ পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে।
এ মুহূর্তে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও (র্যাব) আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।