বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা মনিটর করছেন প্রধানমন্ত্রী
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে হাজারো দোকান পুড়ে গেছে, সার্বিক পরিস্থিতির প্রতি সজাগ নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, তিনি আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার তৎপরতায় দিকনির্দেশনা দিয়েছেন। বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানের পাশাপাশি এর সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন।
এদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, আগুনে হতাহতদের প্রত্যেককে ১৫ হাজার করে টাকা করে দেওয়া হবে।
রাজধানীর নগর ভবনের অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসনকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছি যে, হতাহতের জন্য ১৫ হাজার করে টাকা তারা এখনই প্রদান করবেন।
'এপর্যন্ত জানতে পেরেছি প্রায় ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত দোকানদার চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন'- বলছিলেন তিনি।
এনামুর রহমান আরও বলেন, এই দুর্ঘটনার তদন্তের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।