৬ এপ্রিল থেকে ঝুঁকিপূর্ণ মার্কেট চিহ্নিত করবে ফায়ার সার্ভিস
৬ এপ্রিল থেকে আগুন ও বিপদের ঝুঁকিতে থাকা মার্কেটগুলো চিহ্নিত করার জন্য অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ বিকালে বঙ্গবাজার পরিদর্শনকালে সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন, আগুনে অ্যানেক্সকো টাওয়ারের ৫ম ও ৬ষ্ঠ তলা পুড়ে গেছে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে এখনও কাজ করছে।
উদ্ধার অভিযানের সময় পানির সংকট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা রাজউক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগামী সপ্তাহে বসে বিএমডিসি কোড যেন মেনে চলার ব্যবস্থা করা যায়, সেটা করব।'
তিনি আরও বলেন, 'পরিকল্পিত নগরায়নের জন্য ওয়াটার হাইড্রেন্ট অত্যন্ত জরুরি হলেও ঢাকা শহরে কয়েকটি কারখানা ছাড়া কোথাও ওয়াটার হাইড্রেন্ট নেই বললেই চলে।'
ডিজি বলেন, গাউছিয়া ও রাজধানী সুপার মার্কেটসহ ঢাকায় বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট আছে।
তিনি আরও বলেন, 'আমরা ৬ এপ্রিল থেকে মার্কেট সার্ভে শুরু করব এবং এসব মার্কেটে নোটিশ দিতে শুরু করব। জাতীয় কোড অনুযায়ী এসব মার্কেটে [একাধিক] প্রবেশ কিংবা বাহির হওয়ার পথ এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা থাকতে হবে।'
মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবারের আগুনে বঙ্গবাজারের অন্তত সাড়ে ৩ হাজার দোকান পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫ হাজার ব্যবসায়ী। এ ঘটনায় ৩৬ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের সঙ্গে মোট ৪৮টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস ২০১৯ সালের ১ এপ্রিল অগ্নি নিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার পোশাক বাজারকে 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' ঘোষণা করেছিল।