গাজীপুরে কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ: যৌথ বাহিনীর অভিযানে ২৩ শ্রমিক আটক
গাজীপুর মহানগরের কাশিপুর থানার সারোবো এলাকায় বেক্সিমকো গ্রুপ ও লোডিং গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালীন সময়ে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও একটি কারখানায় অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত সোমবার রাতে অভিযান চালিয়ে মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার সকাল ৭টায় তাদেরকে মহানগরের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ -উত্তর) মো. আকবর আলী খান।
উপপুলিশ কমিশনার বলেন, 'সারোবো এলাকায় বকেয়া বেতন আদায় ও কারখানা অনির্দিষ্টকাল বন্ধের প্রতিবাদে ও কারখানা খুলে দেওয়ার দাবিতে দুটি শিল্প গ্রুপের শ্রমিকরা গত সোমবার চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পাশের গ্রামে স্থানীয়দের ওপর হামলা করে ও একটি শিল্প কারখানায় অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সোমবার রাতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ২৩ জন সন্দেহভাজন শ্রমিককে আটক করেছে। বুধবার সকালে তাদেরকে কাশিমপুর থানা পুলিশের সোপর্দ করা হয়।'
তিরি আরও বলেন, 'আটকদের ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে। তাদের মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তি আছে কি না তা যাচাই করা হচ্ছে।'
প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক কারখানার শ্রমিকরা। তারা প্রতিদিন কারখানা খোলার সময়ে সড়ক অবরোধ করে এবং রাতে অবরোধ করে রাখে।
অপরদিকে, একই এলাকার ডোরির গ্রুপের তিনটি কারখানা গত সোমবার সকালে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ কারণে ওই কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে একই মহাসড়ক গত দুইদিন ধরে অবরোধ করছে।
সূত্র আরও জানায়, মঙ্গলবার দুই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধকালে কথা কাটাকাটির জেরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রো তাদের সংঘর্ষের ঘটনার ছবি তোলাকে কেন্দ্র করে উত্তেজিত শ্রমিকদের একাংশ স্থানীয়দের ওপর হামলা করে। বেলা সাড়ে ১১ টায় শ্রমিকরা একটি পোশাক কারখানায় অগ্নি সংযোগ করে।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।
দিনভর আন্দোলনের শেষে মঙ্গলবার রাত ১১ টার দিকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কের অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল শুরু হয়।
এ ঘটনার পর অভিযানে নামে যৌথ বাহিনী। রাতভর অভিযান চালিয়ে মহানগরীর কাশিমপুর থানা দিন বিভিন্ন এলাকা থেকে ২৩ জনকে উল্লিখিত ঘটনায় জড়িত থাকা সন্দেহে আটক করা হয়।