সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে।
এটি একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন।
বেলা ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
আগামীকাল শুক্রবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের জাতীয় সংসদে একটি স্মারক ভাষণ দেওয়ার কথা রয়েছে, যেখানে তিনি দেশের অর্জন ও সংসদের ভূমিকা তুলে ধরবেন।
সংসদ সদস্যদের আলোচনার পর রাষ্ট্রপতির ভাষণের ওপর একটি প্রস্তাব জাতীয় সংসদে গৃহীত হবে বলে স্পিকার তার সূচনা বক্তব্যে জানান।
বক্তব্যে স্পিকার ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরুকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবেও উল্লেখ করেন।
"এরই ধারাবাহিকতায় আমরা ২০২৩ সালে সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এজন্যই ৭ এপ্রিল সংসদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন," যোগ করেন স্পিকার।
এর আগে, গত ২১ মার্চ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদের ২২তম অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন শুরুর আগে, সংসদের কার্য উপদেষ্টা কমিটি স্পিকারের সভাপতিত্বে বৈঠক করে অধিবেশনের সময়কাল ও কার্যাবলী নির্ধারণ করে।
পাঁচ সদস্যের চেয়ারম্যান প্যানেল
একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের জন্য পাঁচ সদস্যের একটি 'প্যানেল অফ চেয়ারম্যান' মনোনীত করেছেন স্পিকার।
প্যানেল সদস্যরা হলেন এইচএন আশেকুর রহমান, আসাদুজ্জামান নূর, মোঃ মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের নাম ঘোষণা করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা কালানুক্রমিকভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।