ঈদের ছুটিতে খোলা থাকবে প্রাইভেট আইসিডি
ঈদ-উল ফিতর উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে প্রাইভেট আইসিডি'র (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) সেবা চালু রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই সময়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখতে আইসিডি মালিকদের পাশাপাশি সংশ্লিষ্ট স্টেক হোল্ডার প্রতিষ্ঠান প্রধানদের প্রতিও অনুরোধ জানায় সংগঠনটি।
ঈদের ছুটির সময়ে আইসিডি থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে ব্যাংকসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদেরকে চিঠি দিয়েছেন তারা। চিঠিতে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য ঈদের দিন ব্যতীত ১৯ এপ্রিল এবং ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল; সেই সঙ্গে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবা চালু রাখতে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।
গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব, বাংলাদেশ ইনল্যান্ড বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ), বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন (বিসিএসএ), বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ) এবং বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন (বিএএফএএ) এর প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
ফারুক হাসান চিঠিতে উল্লেখ করেন, ক্রেতার নির্দেশনা মোতাবেক, নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাহাজীকরণ পূর্বক রপ্তানি করার বাধ্যবাধকতা রয়েছে। যথাসময়ে জাহাজীকরণের জন্য বন্দর, কাস্টমস, ব্যাংক ও ইপিবি সহ সংশ্লিষ্ট সকলের নিরবিচ্ছিন্ন সহযোগিতা একান্ত প্রয়োজন। চলমান রপ্তানি আদেশগুলো সময়মত জাহাজীকরণ করতে না পারলে তা বাতিল হয়ে অনেক রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প রুগ্ন শিল্পে পরিণত হবে; যা এই সংকটকালীন সময়ে কোনোভাবেই কাম্য নয়।
বিজিএমইএ'র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম টিবিএসকে বলেন, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যেন চালু থাকে, সেজন্য আমরা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি। ওই সময়ে সাপ্লাই চেইন অব্যাহত রাখতে আমরা সকল প্রতিষ্ঠানের সহযোগিতা চাই।
বিআইসিডিএ'র প্রেসিডেন্ট নুরুল কাইয়ুম খান টিবিএসকে বলেন, "বিজিএমইএ'র চিঠি আমরা পেয়েছি। শুধুমাত্র ঈদের দিন ছাড়া আমাদের আইসিডির কার্যক্রম চালু থাকবে।"