নিভল বঙ্গবাজারের আগুন, ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ
মঙ্গলবারের ভয়াল অগ্নিকাণ্ডের পর অবশেষে আজ বঙ্গবাজারের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কর্তৃপক্ষ এখন দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার শুক্রবার (৭ এপ্রিল) গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এদিকে বঙ্গবাজার কমপ্লেক্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান, ধ্বংসাবশেষের স্টিল স্ট্রাকচারগুলো ৪০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এ টাকা সিটি কর্পোরেশনকে দেওয়া হবে এবং সিটি কর্পোরেশন ক্ষতিগ্রস্ত দোকানিদের মধ্যে তা সুষম বন্টন করবে।
তিনি বলেন, "দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে, যত দ্রুত সম্ভব জায়গাটি পরিষ্কার করে দোকানদরদের বসার উপযুক্ত করা হবে।"
চৌকি পেতে উপরে তাঁবু দিয়ে দোকানদাররা বসার সুযোগ পাবে বলেও জানিয়েছেন তিনি।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬ জন আহত হয়েছেন, পুড়ে গেছে প্রায় সাড়ে ৩ হাজার দোকান। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছেন প্রায় ৫ হাজার ব্যবসায়ী।