চট্টগ্রামে ২০ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ২০ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শুক্রবার (৭ এপ্রিল) নগরীর চান্দগাঁওয়ে একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করে র্যাব। শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
আবুল কালাম চৌধুরী হাটহাজারী থানাধীন চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে তিন ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিলেন।
নিহত আবুল বশর, বাদশাহ ও কাশেম সহোদর ছিলেন। তাদের ভাই কাজী মফজল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলায় আবুল কালাম চৌধুরী ও তার সহযোগীসহ মোট ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
পরে আদালত আবুল কালাম চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর একটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় আসামিকে হস্তান্তর করেছে র্যাব।