বুধবার থেকে বঙ্গবাজারের ব্যবসায়ীরা অস্থায়ী দোকান খুলে ব্যবসা শুরু করতে পারবে: মেয়র তাপস
বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার থেকে সড়কে চৌকি বিছিয়ে অস্থায়ী দোকান দেওয়ার মাধ্যমে ব্যবসা শুরু করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ রোববার (৯ এপ্রিল) বিকালে নগর ভবনে বঙ্গবাজারের সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এসময় মেয়র তাপস বলেন, "ডিএসসিসি আগামীকাল সকাল থেকে পূর্ণোদ্যমে পরিষ্কার কার্যক্রম আরম্ভ করবে, যাতে করে আগামী দুই-এক দিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সকল মহল থেকেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। এরইমধ্যে ২ কোটি টাকা সহায়তা তহবিলে জমা হয়েছে। আগামী মঙ্গলবারে করপোরেশন সভা আছে। সেখানে আমরাও সিদ্ধান্ত নেবো। আমরাও এই তহবিলে অংশগ্রহণ করবো।"
এ সময় সমাজের সকল স্তরের মানুষকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, "আমরা সকলের কাছে আবেদন করছি মানবিক দিক বিবেচনা করে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জীবনযাপন বিবেচনা করে সকলেই যেন এগিয়ে আসে। এই তহবিলে যেন অংশগ্রহণ করে। এটা যেহেতু রমজান মাস, তাই মানবতার খাতিরে সকলেই যেন এগিয়ে আসে। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত অনুদানের ব্যবস্থা করবেন। আমরা আশাবাদী, যেভাবে আমরা সাড়া পাচ্ছে তাতে অচিরেই, হয়তোবা এই সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ রূপ আমরা দিতে পারব। সকলে মিলে তহবিল গঠন করা হবে। এতে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবে।"