মেয়র তাপসের নামে নামকরণ করা হল কামরাঙ্গীরচরের ৬ লেনের নির্মিতব্য সেতুর
একইসঙ্গে, দক্ষিণ সিটির আরো তিনটি অবকাঠামোর নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত নাম পরিবর্তন সংক্রান্ত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।