ডয়চে ভেলে-কে সাক্ষাৎকার দেওয়া নাফিজ গ্রেপ্তার
২০১৭ সালের এক মামলায় নাফিজ মোহাম্মদ আলম নামে একজনকে গত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। নাফিজ সম্প্রতি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নিয়ে নির্মিত জার্মান মিডিয়া কোম্পানি ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ডিভিশনের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, "ছয় বছরের পুরনো একটি মামলায় রোববার (৯ এপ্রিল) রাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে উত্তরায় তার বিরুদ্ধে মামলাটি হয়।"
"গত রাতে নাফিজকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং আজ তাকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে আগের গ্রেপ্তারি পরোয়ানাটি পাওয়ার পর থেকে তাকে আমরা খুঁজছিলাম," যোগ করেন তিনি।
আরেক ডিএমপি কর্মকর্তা জানান, "গ্রেপ্তারের সময় আমরা তার কাছ থেকে প্রায় ১৮-২০টি মদের বোতল ও বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হচ্ছে।"
এদিকে সোমবার (১০ এপ্রিল) ভোরে ডয়চে ভেলে বাংলা তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে একটি টুইট করেছে।
এর আগে ২০২১ সালে এক বন্ধুসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। র্যাব তার কাছ থেকে অবৈধ মদ উদ্ধারের কথা জানিয়েছিল।
সম্প্রতি র্যাবকে নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়ার কারণে আলোচনায় উঠে আসেন নাফিজ।