বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ২৮৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি: ঢাদসিক তদন্ত কমিটি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেন (ঢাদসিক) এর তদন্ত কমিটির প্রতিবেদনে- বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৮৮ কোটি টাকা ক্ষয়ক্ষতির প্রাথমিক অনুমান করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) কমিটির সভাপতি ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে প্রতিবেদন দাখিল করেন।
এতে বলা হয়েছে, আগুনে মোট ৩,৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাপড়ের মার্কেটে প্রতি দোকানে ক্ষতি হয়েছে গড়ে সাড়ে ৭ লাখ টাকা।
কাঠামোগত দিক বিবেচনায় বঙ্গবাজারের দুর্ঘটনায় মোট আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১৪.৭০ কোটি টাকা।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল ঢাকার বঙ্গবাজারের কাপড়ের মার্কেটে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, দ্রুতই তা আশেপাশের মার্কেটগুলোয় ছড়িয়ে পড়ে। এতে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়, এসব দোকানে মূলত তৈরি পোশাক ও জুতো বিক্রি করা হতো।
এর আগে ২০১৯ সালের ১ এপ্রিলেই বঙ্গবাজারের কাপড়ের মার্কেটকে 'অত্যন্ত ঝুঁকিপূর্ণ' ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও ঢাদসিক এর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।