শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিক মঙ্গল শোভাযাত্রার নির্দেশনা বাতিল
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/04/13/mangal_shobhajatra_pahela_baishakh.jpg)
দেশের স্কুল-কলেজগুলোতে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা থেকে সরে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নতুন একটি নির্দেশনায় মাউশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রমজানের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে নিজস্ব ব্যবস্থাপনায় পহেলা বৈশাখ উদযাপন করতে বলেছে।
মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায়ের স্বাক্ষর করা নতুন ওই আদেশে গত ১১ এপ্রিল জারি করা আবশ্যিক মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনাটি বাতিল করা হয়।
তবে নতুন আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন জাতীয় সংগীত এবং 'এসো হে বৈশাখ' গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।