ফাঁকা ঢাকার রাজপথ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/04/21/341303750_1427330788078347_1371895816029733397_n.jpg)
একদিনের বিশেষ ছুটিসহ টানা পাঁচ দিনের ঈদের ছুটিতে এবার আগেভাগেই রাজধানী ছেড়েছে মানুষ। তাই ঢাকার রাস্তা এখন ফাঁকা। নেই কোন যানজট।
বুধবার থেকে ৫ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এতে আগেই রাজধানী ছেড়েছে মানুষ।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ফার্মগেট, কারওয়ানাজার, মগবাজার, পান্থপথ, বাংলামোটরসহ বেশকিছু এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/very_big_1/public/images/2023/04/21/342695068_776529684131407_7904162098212444299_n.jpg)
কারওয়ান বাজারে কথা হয় সিএনজিচালক আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি বলেন, 'এখন যেই দিকে মন চায় এক টানে যাইতে পারি, কোনো যানজট নেই। মীরহাজিরবাগ থেকে সকাল ১০টায় ধানমন্ডি আসতে লাগছে ১৫-২০ মিনিট। অন্যসময় একঘন্টারও বেশি লাগে। ধানমন্ডি থেকে আবার যাত্রী নিয়ে কমলাপুর পৌঁছায়ে দিলাম, সেখানে সময় লাগলো মাত্র ১৫ মিনিট'।
তবে নিউমার্কেটসহ যেসব এলাকায় জনপ্রিয় শপিংমল ও বিপণীবিতান আছে – সেসব স্থানে কিছুটা ভিড় দেখা গেছে। বসুন্ধরা সিটিতে ক্রেতারা যাচ্ছে, তবে অনেকটাই ফাঁকা ফাঁকা। বিক্রেতারা বলছেন, সন্ধ্যার পর কিছুটা ভিড় হবে।