চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে শমসের পাড়া হাজী চান মিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ১১৭টি। এ কেন্দ্রের মোট ভোটার তিন হাজার ৬৪২ জন। অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র দু'ঘণ্টা আগেও কেন্দ্রটিতে ভোট পড়েছে কেবল ৩ দশমিক ২১ শতাংশ।
শুধু এ কেন্দ্র নয়, উপ-নির্বাচনের বেশিরভাগ কেন্দ্রেরই একই অবস্থা। জাতীয় নির্বাচনের মাত্র সাত মাস আগে অনুষ্ঠিত এ নির্বাচন নিয়ে মানুষের তেমন আগ্রহ নেই। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নগরীর চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল ভবনের কেন্দ্র, মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কেন্দ্রগুলো ঘুরে একই চিত্র দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে সব প্রার্থীর এজেন্টও নেই।
প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সিডিএ পাবলিক স্কুল ভবনের কেন্দ্রের ১০টি বুথে দুপুর দেড়টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৩ জন। এ হিসেবে ভোট পড়েছে মাত্র পাঁচ শতাংশ। মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ৮টি বুথে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ভোট গ্রহণ হয়েছে ১৫টি। এখানে মোট ভোটার রয়েছেন দুই হাজার ৫৬০ জন।
সিডিএ পাবলিক স্কুল ভবনের কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামান বলেন, 'ঈদে অনেকে বাড়িতে গেছেন, তারা না আসায় ভোটার কম। এ ছাড়া অনেকে চাকরিজীবী।'
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্বে রয়েছেন। পুলিশের পাশাপাশি র্যাবের ৬টি ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী অংশ নিয়েছেন।
গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে।