৩ মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২০ লাখ: বিটিআরসি
মার্চ পর্যন্ত চলতি বছরের প্রথম তিন মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২০ লাখ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন ১২ কোটি ৬১ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে।
তাদের মধ্যে ১১ কোটি ৪০ লাখের বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহক এবং ১ কোটি ২০ লাখ মানুষ ব্রডব্যান্ড ব্যবহারকারী।
গত তিন মাসে মোবাইল ফোণ গ্রাহকের সংখ্যাও বেড়েছে।
এ সময়ে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ৩০ লাখ বেড়ে ১৮ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে।
গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৩০ লাখ, রবির গ্রাহক ৫ কোটি ৫৫ লাখ, বাংলালিংকের গ্রাহক ৪ কোটি ১৩ লাখ এবং টেলিটকের গ্রাহক ৬৬ লাখ।
টেলিটক ছাড়া বাকি তিন অপারেটরের গ্রাহক সংখ্যা বেড়েছে।