বিএসএমএমইউ-তে চক্ষুরোগের চিকিৎসায় ৭টি ক্লিনিক চালু
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আউটডোরে বিভিন্ন ধরণের চক্ষু রোগের চিকিৎসায় চক্ষুবিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের উদ্যোগে ৭টি ক্লিনিক চালু হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ ক্লিনিকের উদ্বোধন করেন।
ক্লিনিকগুলো হলো- নবজাতক ও শিশুদের চক্ষু পরীক্ষাসহ চোখের সমস্যার চিকিৎসার জন্য আরওপি ক্লিনিক ও পেডিয়াট্রিক অফথালমোলজি ক্লিনিক, চোখের নীরব ঘাতক গ্লুকোমা রোগের চিকিৎসার জন্য গ্লুকোমা ক্লিনিক ও কর্ণিয়াজনিত সমস্যার চিকিৎসায় কর্ণিয়া ক্লিনিক, ট্যারা চোখের সমস্যা ও রোগের চিকিৎসায় অকুলোপ্লাস্টি ক্লিনিক, চোখের ক্যান্সারজনিত চিকিৎসায় অকুলার অনকোলজি ক্লিনিক এবং চোখের স্নায়ুবিক সমস্যা ও রোগের চিকিৎসায় নিউরো অফথালমোলজি ক্লিনিক।
এই ক্লিনিকগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগে সকল ধরণের চক্ষু রোগের সর্বাধুনিক চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে।