মোখা: কক্সবাজারের আশ্রয় কেন্দ্রে ১ লাখ ৮৭ হাজার মানুষ
অতি প্রবল রূপ ধারণ করে কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। উদ্ভূত পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।
এ পরিস্থিতিতে শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত কক্সবাজারের উপকূলীয় এলাকায় ঝুঁকিতে থাকা ১ লাখ ৮৭ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ।
তিনি জানানন, শনিবার রাতের মধ্যে আশ্রয় কেন্দ্রে আসা মানুষের সংখ্যা ২ লাখের কাছাকাছি পৌঁছে যাবে। জেলায় ৫৭৬টি আশ্রয় কেন্দ্র ছাড়াও অর্ধশত আবাসিক হোটেল, বহুতল ভবনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
বিভীষণ কান্তি দাশ জানান, ১০ হাজার স্বেচ্ছাসেবক, পুলিশ উপকূলীয় এলাকাজুড়ে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে লোকজন আনা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপে ইতিমধ্যে প্রায় সব মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। দ্বীপের ৩৭ টি আশ্রয় কেন্দ্রে তারা অবস্থান নিয়েছে।
শনিবার দুপুর ২টার পর থেকে উপকূলে বসবাসকারী মানুষদের মাইকিং করে দ্রুত আশ্রয় কেন্দ্র যেতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কাজ শুরু করে পুলিশ।