চট্টগ্রামে মশার কয়েলের আগুনে মা-শিশুসহ ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে বায়েজিদ এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনে মা-শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
রোববার (২৮ মে) ভোর রাত ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদ নগর এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর অগ্নিদগ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- নুর নাহার বেগম (৩০) এবং তার দুই সন্তান ফারিয়া (৩) ও মারুফ (১)। আহত মো. ইমন উদ্দিন (২৩) চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
নিহত নুর নাহারের ভাগ্নে মো. আমীন টিবিএসকে বলেন, 'আমার ফুফু নুর নাহার এখানকার স্থানীয়। তার স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। তিনি সন্তানদের নিয়ে এখানে বসবাস করতেন।'
আগ্রাবাদ ফায়ার স্টেশনের চীফ লিডার চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে একটি ঘরের ছয়টি কক্ষ পুড়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে বায়েজিদ ফায়ার সার্ভিসে স্টেশন।
বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান বলেন, কাঁচা বসত ঘরে আগুন লেগে মুহূর্তেই তা বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাজী তানভীরুল আজম বলেন, অগ্নিদগ্ধ চারজনকে ভোরেই হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। সকাল ৯টায় দেড় বছর বয়সী শিশু মারুফ মারা যায়। এরপর বেলা সাড়ে ১২টায় নুর নাহার ও ফারিয়া মারা যায়।