রাজনৈতিক দল নিবন্ধনে শতভাগ শর্ত পূরণ করতে হবে: ইসি
নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে দল নিবন্ধন আইনে থাকা শর্তগুলোর শতভাগ পূরণ করতে হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ইতিমধ্যে নিবন্ধন প্রত্যাশী ১২ দলের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে কমিশন। ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
তিনি বলেন, 'শতভাগ শর্ত পূরণ করলে নির্বাচন কমিশন বিজ্ঞাপন দিবে জানিয়ে। তখন কারো কোনো আপত্তি থাকলে নির্দিষ্ট তারিখের মধ্যে জানাতে পারবে। আপত্তি জানালে শুনানি হবে। আমরা আবার যাচাই করবো। তবে শর্ত পূরণ না করলে হবে না…শতভাগ শর্তই পূরণ করতে হবে।'
তিনি বলেন, '১২টা দলই কোয়ালিফাই করলে ১২টাই নিবন্ধন পাবে। একটা কোয়ালিফাই করলে একটাই পাবে। কোনোটাই কোয়ালিফাই না করলে কোনোটাই নিবন্ধন পাবে না।'
কেন্দ্রীয় কার্যালয় ও কমিটির বিষয়ে ১২টা দলের তথ্যই কমিশন পেয়েছে জানিয়ে তিনি বলেন, 'কিন্তু জেলার তথ্য পুরোপুরি পাইনি। কোনোটা ৭০ শতাংশ, কোনটার ৫০ শতাংশ, কোনোটার ৪০ শতাংশ আসছে। আর উপজেলার তথ্য ৪০ শতাংশ পর্যন্ত তথ্য আসছে। আগামী তিন-চারদিন পর যথাযথ তথ্যটা আমরা বলতে পারবো কী পেয়েছি।'
তিনি বলেন, 'আমাদের টার্গেট জুনের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন করা। কোনো কারণে আপত্তি শুনানিতে দেরি হলে এটা জুলাইতে যেতে পারে।'