স্মার্ট বাংলাদেশে এবার সরকার স্মার্ট লুটপাটের বাজেট দিয়েছে: বিএনপি
সরকারের ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট 'বর্তমান ফ্যাসিস্ট লুটেরা সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার এক বার্ষিক ঘোষণাপত্র মাত্র' বলে নিজেদের বাজেট প্রতিক্রিয়ায় জানিয়েছে বিএনপি।
বাজেটকে উচ্চাভিলাষী হিসেবে অভিহিত করার পাশাপাশি বিএনপি এটিকে 'অর্থ লুটেরাদের বাজেট' হিসেবেও আখ্যা দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার লুটের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৭ জুন) এক সংবাদ সম্মেলনে নিজেদের বাজেট প্রতিক্রিয়া প্রকাশ করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, বাজেটে চলমান অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান আয়-বৈষম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে যাওয়া, বেপরোয়া অর্থপাচার, জনগণের কাঁধে রাষ্ট্রীয় ঋণের বোঝা একবারের জন্যেও স্বীকার করা হয়নি। এ বাজেটে এসব থেকে পরিত্রাণের উপায়ও বলা হয়নি এবং সুশাসন ও ন্যায়বিচারের ধারণাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও বিনিয়োগসহ সামষ্টিক অর্থনীতির যেসব প্রক্ষেপণ করা হয়েছে তা অর্জনযোগ্য নয় মন্তব্য করে ফখরুল বলেন, অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে রয়েছে এবং অর্থনীতিবিদেরা বলেছেন, জিডিপি প্রবৃদ্ধির ৭.৫% লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না।
জিডিপি প্রবৃদ্ধি ৭.৫ শতাংশ লক্ষ্যমাত্রা ঠিক করলেও তা কীভাবে অর্জন করা হবে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বাজেটে নেই। চলতি অর্থবছরেও ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছে প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ। সংশোধনী বাজেটে তা পরে ৬.৩ শতাংশ পুনঃনির্ধারণ করা হয়।
স্মার্ট বাংলাদেশে এবার সরকার স্মার্ট লুটপাটের বাজেট দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তারা চুরিতে স্মার্ট — ভোট চুরি, ব্যাংক চুরি, অর্থপাচার — এ সব কিছুতেই। স্মার্টলি লাখ লাখ কোটি টাকার দুর্নীতি করার, ব্যাংক লুটপাট, সিন্ডিকেট পরিচালনা, জনগণের সম্পদ লুটের পাকা বন্দোবস্ত করা হয়েছে এ বাজেটে।