কুমিল্লায় যুবদলের মিছিল থেকে ১০ জনকে আটক
কুমিল্লায় যুবদলের মিছিল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের সাথে যুবদল কর্মীদের সংঘর্ষে ২০জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কান্দিরপাড়ে অবস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে বারবার জেল গেট থেকে আটক করার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল। মিছিলটি নগরের রামঘাট এলাকা থেকে বের হয়ে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ এবং নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। পরে পুলিশ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল হোসেন পাভেল বলেন, 'আমরা সবসময় শান্তিপূর্ণ সভা-সমাবেশ, মিছিল করি। আজকের মিছিলটিও ছিল শান্তিপূর্ণ। আমরা মিছিল শেষ করে ফেরার সময় বহিরাগত কিছু যুবক পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। আজকে পুলিশের আচরণও ছিল আক্রমণাত্মক। পুলিশ এসময় ১০ জনকে আটক করে। আমরা আটকদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি।'
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, 'কোনো কারণ ছাড়াই আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ১০ জনকে আটক করা হয়।'