ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ
আজ মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদুল আজহার (কোরবানির ঈদ) ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছে।
আজ মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা (কোরবানির ঈদ) পালিত হতে পারে। তাহলে ২৮ জুন থেকে কোরবানির ঈদের ছুটি শুরু হবে। তবে মন্ত্রিসভা কমিটি তা একদিন বাড়িয়ে ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু করার সুপারিশ করেছে।
এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার। এবার কোরবানির ঈদেও একদিন বেশি ছুটি দেওয়া হতে পারে।