সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের মুক্তি দাবি বিএমএ-র
ভুল চিকিৎসা, এক নারীর জীবন ঝুঁকিতে ফেলা ও নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকা সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
শনিবার জারি করা এক বিবৃতিতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বিএমএ মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুই চিকিৎসকের গ্রেপ্তারের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিযোগগুলো যাচাই না করেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাজধানীর বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনাকে ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অভিযোগ প্রমাণিত না হওয়ার আগেই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করায় নিন্দা জানাচ্ছি।
অবিলম্বে গ্রেপ্তারকৃত চিকিৎসকদের মুক্তি দাবি করেন তারা।