পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদ-নদী ও হাওর ভরে যাওয়ায় সুনামগঞ্জ জেলার সাথে তাহিরপুর উপজেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুর থেকে বাড়তে থাকা পানিতে তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে বিশ্বম্ভরপুর উপজেলা দুর্গাপুর ও কইয়ারকান্দা (১০০ মিটার) এলাকার নিচু সড়ক তলিয়ে গেছে। এর ফলে জরুরি প্রয়োজনে জেলা শহরে যাতায়াতের জন্য মানুষ নৌকা ব্যবহার করছেন।
পানি বাড়তে থাকায় হাওর ও সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ বন্যার আশঙ্কায় দিন পার করছেন।
শনিবার দুপুর পর্যন্ত জাদুকাটা নদীর পানি বিপদসীমার ২ দশমিক ০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলার যাদুকাটা,পাটলাই, বৌলাই, রক্তিসহ সবকয়টি নদী দিয়ে ঢলের পানি প্রবল বেগে নিন্মাঅঞ্চলের দিকে প্রবাহিত হওয়ায় হাওরগুলো পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফলে তলিয়ে গেছে উপজেলায় অভ্যন্তরীণ সড়কগুলো।
এ ব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের সীমান্ত এলাকার নিম্নাঅঞ্চল প্লাবিত হতে পারে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি বলেন, "বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা থাকবে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলায় সরকারের তরফ থেকে পর্যাপ্ত খাদ্য সহায়তা মজুদ রয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোও প্রস্তুত রাখা হয়েছে।"