সিলেট ও রাজশাহী সিটিতে চলছে ভোটগ্রহণ
সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল থেকেই সিলেটের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
নগরের নতুন যুক্ত হওয়া ৪২ নম্বর ওয়ার্ডের আল-জামেয়া আইডিয়াল একাডেমি কেন্দ্রে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা; এ কেন্দ্রে শুধু পুরুষ ভোটাররা ভোট দেবেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝামেলা হতে পারে আশঙ্কা প্রকাশ করে এই কেন্দ্রের ভোটার মোশাহিদ বলেন, "আগে আগে ভোটটা দিয়ে বাড়িতে চলে যাব। এ জন্য সকাল ৭টায় লাইনে দাঁড়িয়েছি। তাছাড়া আজ আবহাওয়াও ভালো।"
গত কয়েকদিন টানা বৃষ্টি হলেও আজ সকালে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি সিলেট শহরে।
আল-জামেয়া আইডিয়াল একাডেমি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা চৌধুরী নিশাতুর রহমান কোরেশি বলেন, "শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের ঝামেলা নেই।"
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডে মোট ভোট সংখ্যা ৪,৯৭৮ জন। এরমধ্যে আল-জামেয়া আইডিয়াল একাডেমি কেন্দ্রের ভোটার হচ্ছেন ১,৯১২ জন। এছাড়া, ওয়ার্ডের অন্য দুই কেন্দ্রের মধ্যে সিরাজ উদ্দিন একাডেমিতে ভোটার হচ্ছেন ১,২৭৩ এবং শ্রিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১,৭৯৩ জন।
এদিকে, রাজশাহী সিটিতেও সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রায় কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন। তবে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তরুণ সংঘের কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। এই কেন্দ্রে নারী ভোটার রয়েছেন ৩,৯৩৭ জন; ১২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় পার্টির এজেন্ট অ্যানি রাণী সরকার বলেন, এই কেন্দ্রে তারা দুইজন এজেন্ট রয়েছেন।
ইশমত আরা দিলু ও সেলিমা বেগম নামে দু'জন ভোটার জানান, তারা ভোট দিতে পেরে আনন্দিত।
সাহিদা আয়েশা বলেন, "এ বছর নতুন পদ্ধতিতে ভোট দিচ্ছি; যদিও ইভিএমে ভোট গ্রহণের কোনো প্রশিক্ষণ পাইনি।"
জাতীয় তরুণ সংঘ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আরও এসেছিলেন এমান আলী (৭২)। তিনি বলেন, "ইভিএম বিষয়ে কোনো প্রশিক্ষণ দেয়নি। তবে ভোটের পরিবেশ শান্ত।"
নওশাদ আলী বলেন, 'আগের ভোটের মতো অতো আনন্দ নাই। হৈ হল্লা নাই। সেজন্যই শান্ত পরিবেশে ভোট হচ্ছে।"
প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান বলেন, ১২টি বুথের জন্য ১৮টি ইভিএম, ১২ জন্য সহকারী প্রিজাইডিং অফিসার, ২৪ জন্য পোলিং অফিসার ও ১৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।