মূল বেতনের ১০ শতাংশ পাবেন সরকারি কর্মচারীরা
সরকারি কর্মচারীদেরকে মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর সঙ্গে যোগ হবে তাদের স্বাভাবিক বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ। ফলে সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১০ শতাংশ।
সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ১০ শতাংশ বর্ধিত এই বেতন পাবেন আগামী ১ জুলাই থেকে।
গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেওয়ার সময় সরকারি চাকরিজীবীদের জন্য ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা বলেন।
শেখ হাসিনা বলেন, 'সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।'