কাঁচা মরিচের দাম খাসির মাংসের সমান
সিলেটে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা ছুঁয়েছে। শনিবার (১ জুলাই) খুচরা বাজারে হাজার টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা গেছ। বিক্রেতাদের দাবি, তাদেরও বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে। আর ক্রেতারা বলছেন, এক কেজি কাঁচা মরিচের দামে এক কেজি খাসির মাংস কেনা সম্ভব।
সিলেটের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক ধরে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। এর মধ্যে, ঈদের আগের দিন থেকে খুচরা বাজারে কাঁচা মরিচের কেজি ১ হাজার টাকায় পৌঁছায়। কিন্তু ১০দিন আগেও ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বর্তমানে পাইকারি বাজারে ৬০০-৭০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
সিলেটের আম্বরখানা এলাকার বাসিন্দা মাসুম আহমদ বলেন, 'কাঁচা মরিচে তো এখন হাত দেয়ার উপায় নেই। হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। জীবনে কখনো কাঁচা মরিচের এত দাম দেখিনি। বাধ্য হয়ে তাই শুকনো মরিচ কিনেছি'।
নগরের দক্ষিণ সুমার চাকরিজীবী কয়েস আহমদ বলেন, 'মরিচের যে দাম, এখন আর কেজি হিসেবে কেনা সম্ভব না। এক কেজি কাঁচামরিচের দামে এখন এক কেজি খাসির মাংস পাওয়া যায়। জরুরি প্রয়োজনে আজ একশ' গ্রাম কিনেছি। এর ঘ্রাণ শুঁকেই এখন খেতে হবে'।
বন্দর বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইউসুফ আলী জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজি মরিচও কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।
আম্বরখানা কাঁচা বাজারের খুচরা বিক্রেতা মজিবর রহমান প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকাচ্ছেন জানিয়ে বলেন, 'পাইকারি বাজারে দাম বেড়ে গেছে। এজন্য খুচরা বাজারেও দাম বেড়েছে'।
সুবহানীঘাট কাঁচা বাজারের আড়তদার আতিক মিয়া বলেন, কাঁচা মরিচ সিলেটে চাষাবাদ হয় না। এখানকার বাজারে যা পাওয়া যায়, সবই সিলেটের বাহিরে থেকে নিয়ে আসা হয়। বেশিরভাগ মরিচ আসে বগুড়া থেকে। সেখানে দাম বেড়ে যাওয়ায়, এর প্রভাব পড়েছে সিলেটের বাজারে।
সুবহানীঘাটস্থ কাঁচাবাজার ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রাজু আহমদ বলেন, 'ঈদের আগ থেকেই কাঁচা মরিচের দাম চড়া ছিল। আর ঈদের সময় সরবরাহ কম থাকায়, খুচরা বাজারে দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। সরবরাহ স্বাভাবিক হয়ে আসলে শিগগিরই দাম কমে আসবে'।
সারাদেশেই কাঁচা মরিচের দাম বেড়েছে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, তারপরও কেউ বাড়তি দাম রাখছে কি-না তা আমরা খেয়াল রাখবো।