বেনাপোল দিয়ে ভারত থেকে এল ৩৪ মেট্রিক টন কাঁচামরিচ
রোববার (২ জুলাই) বিকাল থকেে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বিকাল ৫টার মধ্যে ৫ ট্রাকে করে প্রায় ৩৪ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ বাংলাদেশের বেনাপোল৷ স্থলবন্দরে প্রবেশ করে।
মেসার্স ঊষা ট্রেডিং, এন এস এন্টারপ্রাইজ ও এস এম করপোরেশনসহ কয়েকটি প্রতিষ্ঠান কাঁচামরিচ আমদানির জন্য অনুমতিপত্র (আইপি) পেয়ে আমদানি করেছে।
মেসার্স ঊষা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল বলেন, 'দেশে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। ২৫ জুন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাঁচামরিচ আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করি। এরপর আমাদের আমদানির অনুমতি দেওয়া হয়।'
স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচামরিচ ৫০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, কাঁচামরিচের এত দাম কখনো দেখেননি তারা।
বেনাপোলে কাঁচামরিচের খুচরা ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, দু-একদিনের মধ্যে আমদানি করা কাঁচামরিচের দাম কমবে।