সাতক্ষীরার বাজারে কাঁচা মরিচের দাম কমলো ২৫০-৩০০ টাকা
ভারতীয় কাঁচা মরিচ আমদানির খবরে দেশীয় মরিচের দাম কেজিতে কমেছে ২৫০-৩০০ টাকা।
সোমবার (৩ জুলাই) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে কাঁচা মরিচ পাইকারিতে বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। অথচ রোববার বিক্রি হয়েছিল ৪৫০-৫০০ টাকা প্রতি কেজি।
সুলতানপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, "একদিনেই কাঁচা মরিচের বাজারে দরপতন ঘটেছে। আজ দেশি কাঁচা মরিচের কেজি পাইকারিতে ২০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল বিক্রি হয়েছিল ৪৫০-৫০০ টাকায়। মূলত ভারতীয় কাঁচা মরিচ আমদানি হওয়ায় দাম কমে গেছে।"
এদিকে, রোববার (২ জুলাই) সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ৭০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, "আজ ১০-১৫ ট্রাক কাঁচা মরিচ আমদানির সম্ভাবনা রয়েছে। এতে দেশের বাজারে কাঁচা মরিচ নিয়ে যে অরাজকতা চলছিল সেটি থেমে যাবে বলে মনে করি।"