আফতাব আহমদ ছিলেন পরিবারের অংশ, প্রিয় বন্ধু, সৃজনশীল সহযোগী: নুহাশ
সোমবার (৩ জুলাই) রাত পৌনে নয়টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেখক-কবি আফতাব আহমদ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাকে নিয়ে ফেসবুকে লিখেছেন নুহাশ হুমায়ূন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর পাঠকদের জন্য লেখাটি প্রকাশ করা হলো।
মাস চারেক আগে একাধিকবার স্ট্রোক করেছিলেন — তারপর থেকেই হাসপাতালের আইসিউতে আসা যাওয়ার মাঝে ছিলেন তিনি। কথা বলার ক্ষমতার পাশাপাশি আরও কিছু মোটর ফাংশনও হারিয়ে গিয়েছিল। এবার একটু শান্তি পান — এটাই কামনা।
আফতাব আংকেল আর আমার মা চার বছরের বেশি সময় বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, কিন্তু 'সৎবাবা' শব্দটা দিয়ে আমাদের সম্পর্কের বিচার করা যাবে না। তিনি ছিলেন আমার পরিবারের অংশ, প্রিয় একজন বন্ধু, সেই সঙ্গে একজন সৃজনশীল সহযোগী — আমার টেলিভিশনের প্রথম কাজের গীতিকার এবং অতিসাম্প্রতিক 'ষ'-এর সহলেখক ছিলেন তিনি।
গত কয়েক মাসে হাসপাতালে হাসপাতালে ফর্মে স্বাক্ষর করে বেড়িয়েছি — নিজের নামের পাশাপাশি 'সম্পর্ক: সন্তান' লিখেছি। আর সেটা একেবারে হৃদয় থেকেই লিখেছি।
তিনি ছিলেন একজন কবি, পরিবারপ্রিয় মানুষ। ইউএনডিপিতে তার এক সহকর্মী তার কথা বলতে গিয়ে লিখেছিলেন:
'সৎ, পণ্ডিত, প্রত্যুৎপন্নমতি ও শেকসপিয়ারিয়ান — সেই সঙ্গে কবিতা আর ব্যক্তিজীবন দুটোতেই খানিকটা বাঙালি রোমান্টিসিজম।'
তার জন্য আপনারা একটু দোয়া করবেন। তার সকল শুভাকাঙ্ক্ষী, পরিবার, ও তার সুপুত্র আবরারের জন্য ভালোবাসা রইল।