হজে গিয়ে এ পর্যন্ত ৮১ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে হজে গিয়ে আরো ছয়জনের মৃত্যুর পর বুধবার (৫ জুলাই) বাংলাদেশি হজযাত্রীদের মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১, জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
নিহতদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ১৮ জন নারী।
৫ জুলাই রাতে মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে জানানো হয়, মক্কায় ৬৭ জন মৃত্যুবরণ করেছেন; মদিনায় চারজন, মিনায় সাতজন, আরাফাতে দু'জন ও মুজদালিফাতে একজনের মৃত্যু ঘটে।
এদিকে, পবিত্র হজ পালন করে বুধবার পর্যন্ত মোট ১৫,৭১৮ জন হজযাত্রী ৪৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন।
এই ফ্লাইটগুলো তিনটি এয়ারলাইন্স দ্বারা পরিচালিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি ফ্লাইট পরিচালনা করে, সৌদি এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করে এবং ফ্লাইনাস ১১টি ফ্লাইট পরিচালনা করে।
এই বছর প্রায় ১,২২,৮৮৪ জন মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩২৫টি ফ্লাইটে যাত্রা করেন।
প্রথম ফিরতি ফ্লাইটটি গত ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শেষ ফিরতি ফ্লাইট আসার কথা ২ আগস্ট।