বাংলাদেশের প্রখ্যাত উর্দু কবি আহমেদ ইলিয়াসের জীবনাবসান
প্রখ্যাত উর্দু কবি ও আল-ফালাহ বাংলাদেশের নির্বাহী পরিচালক আহমেদ ইলিয়াস ৯০ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
শুক্রবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহমেদ ইলিয়াস বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
১৯৩৪ সালের ২৫ আগস্ট ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন আহমেদ ইলিয়াস।
তিনি ১৯৮১ সালে আল-ফালাহ বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং বেসরকারি সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন। তিনি বাংলা-উর্দু সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টাও ছিলেন।
প্রখ্যাত এই উর্দু সাহিত্যিক ১৯৬০ সালে একজন উর্দু সাংবাদিক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৭১ সাল পর্যন্ত কাজ করেন।
আল-ফালাহ বাংলাদেশ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।