বয়স্ক জনগোষ্ঠীর জন্য বাংলাদেশকে এখনই প্রস্তুতি নিতে হবে: বিশেষজ্ঞরা
বাংলাদেশ বর্তমানে ফার্স্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা প্রথম জনমিতিক লভ্যাংশ ভোগ করছে তবে আগামী ২০৩৮ সাল নাগাদ এ সুবিধা ফুরিয়ে আসবে। দেশে বয়স্ক জনগোষ্ঠী দ্রুত বাড়ছে। বয়স্ক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলে তারা অর্থনৈতিক কর্মকান্ডকে ত্বরান্বিত করতে পারবে। সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে এখনই বয়স্ক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যগত এবং সামাজিক যত্ন নিশ্চিতে উদ্যোগ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৯.২৯ শতাংশের বয়স ৬০ বা তার ঊর্ধ্বে। ২০১১ সালের আদমশুমারিতে জনসংখ্যার এ হার ছিল ৭.৪৭%; ২০৬১ সালে যা বেড়ে দাঁড়াবে ২২.২%।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, "দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বেশি হারে এজিং পপুলেশন বাড়ছে। ২০৪৮ সালের দিকে বাংলাদেশ পূর্ণাঙ্গ এজিং সোসাইটিতে রূপান্তরিত হয়ে যাবে। সেই সময়ের প্রেক্ষাপটে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত, বয়স্কবান্ধব মার্কেট, ইন্ড্রাস্ট্রি তৈরি করতে হবে। বয়স্কদের প্রযুক্তির সাথেও খাপ খাওয়াতে হবে।"
''এজিং পিপলদের জন্য বিভিন্ন ডাইমেনশনে উদ্যোগ নিতে হবে। সরকারের যে কর্মকৌশল আছে তা হালনাগাদ করতে হবে। শুধু নীতি থাকলে হবে না, তা বাস্তবায়ন করতে হবে। তাদেরকে যদি হিউম্যান ক্যাপিট্যাল হিসেবে ভাবতে পারি তাহলেই তারা আমাদের জন্য অ্যাসেট (সম্পদ) হবে, সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমরা সঠিকভাবে নিতে পারবো", বলেন তিনি।
জেরিয়াট্রিক সেবা
বিশেষজ্ঞদের মতে, প্রত্যাশিত স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এবং বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতে জেরিয়াট্রিক (বৃদ্ধদের স্বাস্থ্য ও পরিচর্যা সংক্রান্ত বিভাগ) স্বাস্থ্যসেবাকে মূলধারার স্বাস্থ্যসেবায় একীভূত করা দরকার।
তারা পাঠ্যপুস্তক এবং মেডিকেল শিক্ষার্থীদের পাঠ্যক্রমেও জেরিয়াট্রিক কেয়ারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, "বয়স হলে গেলে ক্যান্সার, ডায়বেটিস, হৃদরোগসহ বিভিন্ন ধরণের নন-কমিউনিকেবল ডিজিজ বাড়ে। তবে হাসপাতালগুলোতে বয়স্ক রোগীদের জন্য সব চিকিৎসা একসাথে পাওয়ার সুযোগ কম। আমাদের হাসপাতালে আমরা বয়স্ক রোগীদের আগে দেখি, এটুকুই অগ্রাধিকার তারা পায় শুধু। ক্যান্সারের পাশাপাশি অন্যান্য কোমর্বিডিটি থাকলে সেসব রোগের চিকিৎসায় বেশিরভাগ সময় রেফার করতে হয় অন্য হাসপাতালে।"
তিনি আরও বলেন, ''আমাদের বয়স্ক ক্যান্সার রোগীদের একটি বড় অংশ অর্থনৈতিকভাবে পরিবারের ওপর নির্ভরশীল থাকে। তাই চিকিৎসা নিতে গিয়ে ঝরে পড়ে অনেকে। এক্ষেত্রে নারীদের মধ্যে চিকিৎসা থেকে ঝরে পড়ার হার সবচেয়ে বেশি।''
"গত বছর ১০ হাজার রোগী ছিল আমাদের ডিপার্টমেন্টে, তার মধ্যে বয়স্ক রোগীই ৩ হাজার ছিল। অর্থাৎ এখন এক-তৃতীয়াংশ বয়স্ক রোগী পাচ্ছি আমরা। ২০৩০ সালে এ সংখ্যা দ্বিগুণ হবে। এখন যে হাসপাতাল আছে তার দ্বিগুণ লাগবে সেসময়। বয়স্কদের জন্য তাই এখনই প্রস্তুতি নিতে হবে।"
জনসংখ্যা নীতি
সরকার বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০১২ হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে।
জনগোষ্ঠীর সুস্থভাবে বেঁচে থাকা এবং গড় আয়ুষ্কাল বৃদ্ধির মাধ্যমে সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর লক্ষ্যে বয়স্ক ব্যক্তিদের জন্য ব্যবস্থা গ্রহণের বিষয়টি জনসংখ্যা নীতিতে রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এবং নীতি সংশোধন বিষয়ক পরামর্শক মোহাম্মদ বেলাল হোসেন।
আজ ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য, 'জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন'।