৩০ কেজি ওজনের কালো পোপা মাছটি ৭ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি
কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ধরা পড়া ৩০ কেজি ওজনের কালো পোপা মাছটি অবশেষে ৭ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
টেকনাফের শামলাপুরের মৎস্য ব্যবসায়ী ইউনুছ মেম্বারের কাছ থেকে ৭ লাখ ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শামীম আহমেদ মনু।
শনিবার (১৫ জুলাই) দুপুরে এ তথ্য জানান কক্সবাজার শহরের নতুন ফিশারীপাড়াস্থ মেসার্স ই.এ. এন্টারপ্রাইজের পরিচালক মো. ইছহাক সওদাগর।
ইছহাক বলেন, প্রথমে ট্রলার মালিকের কাছ থেকে ৩০ কেজি ওজনের কালো পোপা মাছটি ৪ লাখ টাকায় কিনে নেন টেকনাফের সাবরাং এলাকার মৎস্য ব্যবসায়ী ফারুক। এরপর ফারুকের কাছ থেকে মাছটি ৬ লাখ ২০ হাজার টাকা কিনে নেন টেকনাফের শামলাপুরের মৎস্য ইউনুছ মেম্বার।
সবার শেষে মাছটি দরদাম করে ইউনুছের কাছ থেকে ৭ লাখ ৮০ হাজার টাকায় কিনে নেন কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শামীম আহমেদ মনু।
ইছহাক বলেন, 'শুক্রবার সন্ধ্যায় মাছটি কক্সবাজারের আনার পর কয়েকজন ক্রেতার কাছে প্রতিকেজি ৯০০ টাকা দরে বিক্রি হয়েছে। আর মাছটির বায়ুথলি ৭ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।'
এর আগে শুক্রবার ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ট্রলারের জালে ধরা পড়ে কালো পোপা মাছটি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটে এসে পৌঁছালে মাছটি দেখতে ভিড় করে স্থানীয়রা। সেখানে এর দাম হাঁকা হয় সাড়ে ৭ লাখ টাকা।
মাছ আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা জানান, পুরুষ প্রজাতির কালো পোপা মাছের বায়ুথলি মোটা ও বড় হয়। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে, বিভিন্ন দেশে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। মূলত এ কারণে পুরুষ কালো পোপা মাছের দাম এত বেশি।